রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
Logo এবারের দুর্গাপূজা আমাদের জন্য চ্যালেঞ্জ:র‌্যাব ডিজি Logo ভারতে পালাতে গিয়ে সাবেক যুগ্ম সচিব কিবরিয়া মজুমদার আটক Logo বিজয়া দশমী:বিশেষ নিরাপত্তা ডিএমপির,প্রস্তুত বোম্ব ডিসপোজাল-সোয়াত টিম Logo প্রতিমা বিসর্জন উপলক্ষে ডিএমপির বিশেষ নিরাপত্তা Logo নলতায় পূর্ব শত্রুতার জেরে নৃশংসভাবে প্রণী হত্যা Logo সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুন্দরভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে: বিজিবি মহাপরিচালক Logo দেবহাটায় ফিরোজা-মজিদ ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ Logo ধানমন্ডি থেকে ফেনী-৩ আসনের সাবেক এমপি হাজী রহিম উল্লাহ গ্রেফতার Logo ঢাকায় ছুটির দিনে ট্রাফিক আইনে ৮৩৮ মামলা, জরিমানা ৩৮ লাখ Logo সন্ত্রাসী কার্যক্রম বন্ধে পূজার পর সাঁড়াশি অভিযান: আইজিপি

গৃহায়নের প্রকৌশলী বলে কথা

Reporter Name / ৩১১ Time View
Update : শনিবার, ১৮ মে, ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন

কামরুজ্জামান মিল্টন :

“তাই’র ঘরে আলাউদ্দিনের বউয়ের চেরাগ”

সরকারের দায়িত্বের সুযোগে ওই কাড়িকাড়ি সম্পদ হস্তগত করে আয়েশী জীবনের রসদ যুগিয়েছেন

সবার চোখে ধুলো দেয়ারকথা কৌশল আটছেন, সহী সাজছেন

 

‘আলাউদ্দিনের চেরাগ তো আগেই রাঘব বোয়ালদের ঘরে ঢুকে পড়েছে। আর তাই তাই’র ঘরে মনে হয়, “আলাউদ্দিনের বউয়ের চেরাগ আছে। তারই ছোয়ায় তাই’র আত্মীয়-স্বজন পর্যন্ত বিত্তবৈভবের চূড়ায় উঠে পড়েছে। তা নাহলে একজন মধ্যম শ্রেণীর কর্মকর্তা এত সম্পদ কোথায় পেলেন? এসব নিয়ে নিকটজনসহ সংশ্লিস্টদের মধ্যে রয়েছে নানা আস্ফালন। সোজা কথায়-ঘুষঘাস আর অবৈধ পন্থা ছাড়া তার ওই আড়ালে-আবডালে রাখা সম্পদের পহাড় যোড়ানো ঢাহা মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। তার সম্পদ অর্জনের পথ বৈধ-অবৈধ সে যাই হোক, আগে দেখা যাক- জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মুহাম্মদ জাকির হোসেন নামের ওই তত্বাবধায়ক প্রকৌশলীর সম্পদের বাহাদুরিটা। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ঢাকা সার্কেলে কর্তব্যরত প্রকৌশলী জাকির হোসেন বসুন্ধারা আবাসিক এলাকায় পাঁচ কাঠার একটি প্লটের মালিক। যার বাজার মূল্য কম হলেও কয়েক কোটি টাকা। শরীয়তপুরের জাজিরায় ছায়াবিথি সমিতিতে অর্ধকোটি টাকার ১০ শতকের প্লট। রাজবাড়ী বালিয়াকান্দিতে দেড় একরের বেশী সম্পদ। আর কিশোরগঞ্জের ভৈরব নিউমার্কেটের কোটি টাকা দামের ৯৭ নম্বর দোকানটি প্রকৌশলী জাকিরের শশুর তার স্ত্রীকে হেবা দিয়েছেন। এছাড়াও তার স্ত্রীর নামে রয়েছে, মাইসা ডেইরী ফার্ম, আবির মৎস্য খামার, তাহমিদ নার্সাসীসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। সব মিলে তার নামে-বেনামে সম্পদের পরিমান রীতিমত সবাইকে হতবাক করলেও নিয়মমাফিক কারসাজির ফারাক তৈরী করে ধুয়া তুলসি বনে বসার পথ খুঁজছেন। হস্তগত তথ্য-উপাত্য যার প্রমান। তবে নামে-বেনামে ও আড়ালে-আবডালের তার ওই সব সম্পদের বাহাদুরিতে তীক্তভুক্তদের তৎপরতায় জাকির হোসেনের সাফাই’র পাল্লা (আত্মপক্ষ সমর্থন) নুয়ে পড়ছে। প্রকৌশলী জাকির হোসেন সরকারের দায়িত্ব পালনের সুযোগে অবৈধ যে কোন উপয়ে ওই কাড়ি কাড়ি সম্পদ হস্তগত করে আয়েশী জীবনের রসদ যুগিয়ে সবার চোখে ধুলো দেয়ার কৌশল আটছেন, সহী সাজছেন। এসবের হাটে হাড়ি ভাংতেও তৎপর রয়েছে আশপাশের অনেকে। এসব বিষয়ে জানার জন্য তত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনের সাথে টেলিফোনে কথা বলতেই তিনি অগ্নিশর্মা হয়ে ওঠেন। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন ও জিডি, মামলার হুমকি দেন। সেই সাথে কেউ বা কারা তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের এসব অভিযোগ তুলে অবৈধ সুবিধা আদায়ের চেস্টা করছেন বলেও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category