বিআইডব্লিউটিএ অফিসার অ্যাসোসিয়েশন নির্বাচন দ্বি বার্ষিক নির্বাচন ২০২৪-২০২৬ আগামী মার্চ মাসের ৯ তারিখে অনুষ্ঠিত হবে। লক্ষ্য করা যাচ্ছে এই নির্বাচন নিয়ে বিআইডব্লিউটিএ-তে কর্মকর্তারা আনন্দঘন পরিবেশে শতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করতেছে। আরো লক্ষ্য করা গেছে যে কর্মকর্তারা বহুদিন পর ভোটের অধিকার ফেরত পেয়ে আনন্দ উল্লাস করছে। কোথাও কোন চাপ নেই প্রার্থী হতে কেউ কোথাও বাধা দিচ্ছে না শোনা যাচ্ছে সারা বাংলাদেশের বিআইডব্লিউটিএর সকল কর্মকর্তা বৃন্দ আগামী ৯ই মার্চ তারিখে সবাই ভোট প্রদানের জন্য বিআইডব্লিউটিএ সদর দপ্তরে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য বিআইডব্লিউটিএ অফিসার্স অ্যাসোসিয়েশ নির্বাহী কমিটিতে ২৫ টি পদ রয়েছে। সভাপতি একটি সহ-সভাপতি তিনটি সাধারণ সম্পাদক একটি যুগ্ম সাধারণ সম্পাদক দুটি সহ ২৫ টি পদের বিপরীতে নির্বাচন অনুষ্ঠিত হবে। পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠিত হয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে তফসিল আচরণ বিধি প্রকাশ করেছে।
জানা গেছে, ২৫ টি পদের বিপরীতে প্রায় ৭৫ জন কর্মকর্তা প্রার্থী হতে যাচ্ছেন। খসড়া ভোটার তালিকায় ইতিমধ্যে প্রকাশিত করেছে। ভোটার সংখ্যা ৫৯৪ জন।
ডিআই/এসকে