পটুয়াখালীতে আসন্ন ৫ নং কমলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আঃ ছালাম মৃধা নির্বাচনী ইশতেহার দিয়েছেন।উক্ত ইউনিয়নে আসছে ২৮ এপ্রিল রবিবার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ইউপি সদস্য ও চেয়ারম্যান,দানবীর, রাজনীতিবীদ ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আঃ ছালাম মৃধা ইতিমধ্যে ২৬ দফা নির্বাচনী ইশতেহার দিয়েছেন। তিনি “আধুনিক-স্মার্ট ইউনিয়ন বিনির্মাণ আমার অঙ্গীকার” এ প্রতিপাদ্য কে সামনে রেখে যে ২৬ দফা নির্বাচনী ইশতিহার দিয়েছেন তা নিম্নে তুলে ধরা হলঃ-
(১)আধুনিক ও স্মার্ট ইউনিয়ন গড়ার লক্ষ্যে ইউনিয়নের সকল কাঁচা রাস্তা পাকা করার উদ্যােগ গ্রহণ করা এবং কাঁচা রাস্তা নির্মাণ ও মেরামত সহ যাতায়াত ব্যবস্থার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখা।( ২) পুল, কালভার্ট ও ব্রীজ সংস্কার সহ নির্মাণের উদ্যােগ গ্রহণ করা।(৩) স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক ও অন্যান্য স্বাস্হ্য সেবা কেন্দ্র স্হাপনের উদ্যােগ গ্রহন করা। (৪) আধুনিক প্রযুক্তি নির্ভর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্হাপনের প্রচেষ্টা অব্যাহত রাখা।(৫) বেকার যুবকদের কর্মসংস্হান সৃষ্টির লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্হাপনের উদ্যােগ গ্রহণ।(৬) স্কুল,কলেজ ও মাদ্রাসার অবকাঠামো উন্নয়নের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখা।(৭) শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ব্যক্তিগত উদ্যােগে স্কুল প্রতিষ্ঠা করে মান সম্পন্ন শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করা।(৮) মসজিদ,মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের সার্বিক সহায়তা প্রদান করা।(৯) ইউনিয়ন পরিষদের সকল সেবা সর্বসাধারণের জন্য সহজীকরণ করা।(১০) প্রাপ্যতা, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সকল সরকারি সহায়তার সুষম বন্টণ নিশ্চিত করা।(১১)ভূমিসেবা সহজ করার জন্য ইউনিয়নে একটি নতুন ভূমি অফিস স্হাপনের উদ্যােগ গ্রহণ ও বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রাখা।(১২) অসহায়, দুস্থ,এতিম,প্রতিবন্ধী ও অসুস্থ রোগীর জন্য মানবিক সাহায্য প্রদান অব্যাহত রাখা।(১৩) সন্ত্রাস,মাদক ও দূর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখা।(১৪) কৃষি ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে সার,কীটনাশক ও সেচ সহ যাবতীয় সুযোগ-সুবিধা সহজলভ্য করার উদ্যােগ গ্রহণ করা।(১৫) জাতীয়তা, চারিত্রিক সনদপত্র,জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং ওয়ারিশ সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে হয়রানি বন্ধ করা।(১৬) সড়ক বাতি বৃদ্ধি ও বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা।(১৭) গ্রাম আদালতের কার্যক্রম জোরদার করণ এবং জমি-জমা ও পারিবারিক বিরোধ দ্রুত মিমাংসা করা।(১৮) নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করা।(১৯) নতুন গভীর নলকূপ স্হাপন করে ইউনিয়নবাসীর জন্য বিশুদ্ধ খাবার পানির সু- ব্যবস্থা করা।(২০)প্রধান প্রধান সড়কের সাথে এলাকার ছোট সংযোগ সড়ক নির্মাণের প্রচেষ্টা অব্যাহত রাখা।(২১) এসএসসি/এইচএসসি ও সমমান পরীক্ষায় জি.পি.এ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান।(২২)মানবতার সেবায় নিয়োজিত সকল প্রকার সেচ্ছাসেবী সংগঠন সমূহকে পৃষ্ঠপোষকতা প্রদান করা।(২৩) ট্রেড লাইসেন্স প্রাপ্তির কার্যক্রম সহজীকরণের ব্যবস্থা করা।(২৪) বাল্যবিবাহ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণকরা। উক্ত ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। আলহাজ্ব আঃ ছালাম মৃধা’র প্রতীক হল চশমা।