পটুয়াখালীর বাউফল উপজেলায় ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহএবং বিজ্ঞান মেলা অষ্টম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়েড ও জাতীয় বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০ টার সময় বাউফল উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন এর উদ্যোগে উক্ত মেলা অনুষ্ঠিত হয়। এসময় এ মেলার শুভ উদ্ভোদন করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী। এ মেলায় বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপনের মাধ্যমে ও খুদে বিজ্ঞানীরা স্টলে নানা রকম উপাত্ত নিয়ে হাজির হয়। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকও শিক্ষার্থীর উপস্থিতিতে অংশগ্রহণকারীদের মধ্য ব্যাপক সাড়া পড়ে। পরে বিকালে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের সাফল্য ও স্মার্ট বাংলাদেশ গড়ার একটি প্রদর্শনী হয়। উক্ত
অনুষ্ঠানের সভাপতি করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী বলেন, সারা বছর নিয়মিত লেখাপড়ার মধ্যে বৈচিত্র্যপূর্ণ এ মেলা শিক্ষার্থীদের যেমন আনন্দ দিয়েছে তেমনি বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের উৎসাহিত করেছে। তিনি এসময় আরো বলেন, মেলার ব্যবস্থাপনা ছিল সুশৃঙ্খল, পরিবেশ ছিল আনন্দঘন। এ মেলায় উপস্হিত ছিলেন বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সমাজের বিভিন্ন স্থানের গণ্যমান্য ব্যক্তিবর্গ ।