আজ মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক রফিকুল ইসলাম মহান মুক্তিযুদ্ধের উপর দীর্ঘ আলোচনা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ করেন। অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ শাহ আলম চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের মহান মুক্তিযুদ্ধে তাদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আলোচনা সভার প্রধান আলোচক প্রো- ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন এবং ভবিষ্যত প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা – কর্মচারী এবং ছাত্র ছাত্রীবৃন্দ অংশ গ্রহন করেন।
ডিআই/এসকে