চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপির নির্বাচন বর্জন ও অবরোধ সমর্থনে লিফলেট বিতরণের সময় জেলা ছাত্রদল নেতা ও পৌর বিএনপির সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল আদালতের মাধ্যমে দুজনকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে পাঠানো দুজন হলেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ রেজাউল করিম বাবু (৩৮) ও হাটহাজারী পৌরসভা ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হারুনুর রশিদ (৬০)। এর আগে পৌর সদরে নির্বাচন বর্জন ও অবরোধ সমর্থনে লিফলেট বিতরণ করার সময় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ইতিপূর্বেও রেজাউল করিম বাবুসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক দ্রব্যাদি আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) মোঃ আব্দুল গোফরান। হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, লিফলেট বিতরণের সময় নাশকতার অভিযোগে রেজাউল করিম বাবুসহ দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে আদালত ওই দুজনকে কারাগারে প্রেরণ করেন।