Sonaly Khobor

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা মুশফিক আর ফারহান। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার রাতে তাকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেওয়া হয় বলে জানা গেছে।

মুশফিক আর ফারহানের একটি ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে,  জ্বর ও শরীর ব্যাথার কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়। সূত্র জানায়, সাফা কবির ও ফারহানের একটি শুটিং চলছি। শুটিংসেটে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ফারহানকে তখনই হাসপাতালে নেওয়া হয়। শুটিংয়ের শেষ দিকে এই ঘটনা ঘটে। শুটিং প্যাকআপ ঘোষণার পর সবাই ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। শীত শীত অনুভূত হলে প্রোডাকশন টিম কম্বল দিয়ে তাকে মুড়িয়ে রাখে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, অভিনেতা মুশফিক আর ফারহান জ্বর ও শরীর ব্যাথা নিয়ে এসেছিলেন। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। আজ বিকেলে তার শারীরিক অবস্থার বিস্তারিত জানাবেন চিকিৎসকেরা।

Share.
Leave A Reply

Exit mobile version