Sonaly Khobor

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। গত এক সপ্তাহে এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) কয়েকটি ঋণদাতা সংস্থা থেকে ১ বিলিয়ন ডলার বেশি পেয়েছে বাংলাদেশ। ফলে রিজার্ভ ২০ বিলিয়ন থেকে বেড়ে ছয় মাস পর ২১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। সর্বশেষ গত ৩০ জুন শেষে রিজার্ভ ছিল ২১ দশমিক ৭৮ বিলিয়ন ডলারে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আমার দেশকে বলেন, রেমিট্যান্স বাড়ার সঙ্গে আবার বিদেশি কিছু ঋণদাতা সংস্থা অর্থ ছাড় করার কারণে রিজার্ভ বেড়েছে। আরও কিছু ঋণ ছাড়ের অপেক্ষায় রয়েছে।

তথ্য অনুযায়ী, গত সোমবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বিপিএম-৬ অনুযায়ী গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২০ দশমিক ১৬ বিলিয়ন ডলার। এ সময় বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ২৪ দশমিক ৯৮ বিলিয়ন ডলার। রোববার শেষ গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২১ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসেবে তা ২৬ দশমিক ০৯ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, আন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিভিন্ন ঋণদাতা সংস্থা থেকে তহবিল চেয়েছে। এখন তা আসতে শুরু করেছে। পাশাপাশি গত কয়েক মাস ধরে রেমিট্যান্স প্রবৃদ্ধি ভালো। আবার রপ্তানি আয়ও বেড়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংক আইএমএফের লক্ষ্যমাত্রা অনুযায়ী রিজার্ভ বাড়াতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কিনেছে। ফলে রিজার্ভ ধারাবাহিকভাবে বেড়েছে।

এদিকে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে বইছে জোয়ার। চলতি ডিসেম্বরের প্রথম ২৮ দিনে ২৪২ কোটি ডলার প্রবাসী আয় দেশে এসেছে। এ ২৮ দিনে দৈনিক গড়ে প্রবাসী আয় এসেছে প্রায় ৮ কোটি ৬৫ লাখ ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৯১ কোটি ডলার। সেই অনুযায়ী রেমিট্যান্স বেড়েছে ২৬ দশমিক ৭০ শতাংশ। আর গত বছর পুরো ডিসেম্বরে প্রবাসী আয় এসেছিল ১৯৯ কোটি ১২ লাখ ৬০ হাজার ডলার।

Share.
Leave A Reply

Exit mobile version