Sonaly Khobor

রাজধানীর মোহাম্মাদপুরের আদাবরে একটি বাসার লকার ভেঙ্গে ৪৫ ভরি সোনা লুট হয়। লুট হওয়া এসব স্বর্ণালংকারের মধ্যে ৩২ ভরি উদ্ধার করেছে পুলিশ।

এ সময় দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন, মাহিন ও রেহান।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার (৩ জানুয়ারি) দিনগত রাতে আদাবর ১৬ নম্বর রোডের একটি বাসার লকার ভেঙে ৪৫ ভরি সোনা লুট হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে এজাহার দায়ের করেন।

ওসি জাকারিয়া আরও বলেন, এরপর থানা পুলিশ তদন্ত শুরু করে এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত দুজনকে গ্রেফতার করে। লুট হওয়া ৪৫ ভরি সোনার মধ্যে ৩২ ভরি উদ্ধার করা হয়েছে। বাকি সোনা উদ্ধারে চেষ্টা চলছে বলেও জানান ওসি।

ডিআই/এসকে

Share.
Leave A Reply

Exit mobile version