বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মহিউদ্দিন আহমেদের সঙ্গে আজ (১৯ ডিসেম্বর ) সৌজন্য সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম (বিআইজিএফ) এর প্রতিনিধিবৃন্দ।
নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময়ের শুরুতে বিআইজিএফ এর চেয়ারপারসন হাসানুল হক ইনু জাতীয় নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় মোবাইল ফোনের মাধ্যমে কুশল বিনিময় করেন।
বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম এর সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আব্দুল হক অনুর নেতৃত্বে বিআইজিএফ কমিউনিটির কিডস আইজিএফ, ইয়ুথ আইজিএফ, উইমেন আইজিএফ, টিচার আইজিএফ, একাডেমিয়া আইজিএফ এবং বাংলাদেশ স্কুল অব ইন্টারনেট গভর্ন্যান্স এর প্রতিনিধিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়াও বিটিআরসির মহাপরিচালক সিস্টেম এবং সার্ভিসেস এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. খলিলুর রহমান, এনডিসিসহ বিটিআরসি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআইজিএফ এর পক্ষে ভাইস চেয়ারপার্সন এএইচএম বজলুর রহমান বিটিআরসি এর নতুন চেয়ারম্যানের সাথে প্রতিনিধিবৃন্দদের পরিচয় করিয়ে দেন এবং চেয়ারম্যানকে সবাই ফুলের তোরা দিয়ে বরণ করেন।
শুভেচ্ছা বিনিময় শেষে বিটিআরসির চেয়ারম্যান বিআইজিএফ এর প্রতিনিধিবৃন্দদের সাথে এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন এবং বিআইজিএফ এর সকল কাজে ভবিষ্যতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।