Sonaly Khobor

নতুন করে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড দেয়া হবে। ততদিন পর্যন্ত নির্দিষ্ট সংখ্যায় পাশে ব্যবস্থা করা হবে। যা সোমবার থেকে দেয়া হবে। কতসংখ্যক অ্যাক্রিডিটেশন কার্ড দেয়া হবে তা নীতিমালা অনুযায়ী দেয়া হবে। প্রয়োজনে সাংবাদিক সংগঠন ও সম্পাদকদের সাথে আলোচনা হবে।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রি. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাংবাদিকদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।

আগামীকাল থেকে সচিবালয়ে সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামও। সচিবালয়ের সামনে তিনি বলেন, সাংবাদিকদের আগের স্থায়ী ও অস্থায়ী সকল অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হবে। আগামীকাল থেকে সীমিত সংখ্যক সাংবাদিকদের অস্থায়ী পাশ দেওয়া হবে। এখন যে নীতিমালা আছে সেই আলোকে নতুন করে সাংবাদিকদের পাশ দেয়া হবে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, ৩ হাজারের বেশি অ্যাক্রিডিটেশন কার্ড বিগত সময়ে দেয়া হয়েছে। তারা সবাই সাংবাদিক না। যাচাই বাছাই করা হবে এসব। আপাতত স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে এখন একটি অস্থায়ী পাস দেয়া হবে। তবে সীমিত পর্যায়ে, তা দিয়ে ঢুকতে পারবে সাংবাদিকরা সচিবালয়ে। কাল পরশু থেকে আবেদন নেয়া হবে। বর্তমানে যেসব স্থায়ী অস্থায়ী পাস আছে সবই বাতিল।

Share.
Leave A Reply

Exit mobile version