Sonaly Khobor

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ১৫ শতাংশ ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে দায়িত্বশীলদের সঙ্গে আলোচনাকালে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আইএমএফের চাপে ভ্যাটের হার ১৫ শতাংশ বাড়ানো হলে মূল্যস্ফীতি বেড়ে নতুন বছরে সাধারণ মানুষের সংসার খরচ আরোও বৃদ্ধি পাবে। এতে জীবন রক্ষাকারী ওষুধ, এলপি গ্যাস, গুঁড়া দুধসহ ৬৫ টি পণ্যের মূল্য বৃদ্ধি পাবে যা সাধারণ মানুষ মেনে নিবে না। মাওলানা মাদানী আইএমএফ-এর চাপে সাধারণ মানুষের উপর ভ্যাটের হার বৃদ্ধি না করে অন্য কোন উপায়ে খুঁজে বের করতে সরকারের প্রতি আহবান জানান।

ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version