Sonaly Khobor

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম, খুন, মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করেন। এদিন সকাল ১১টার দিকে দলটির মামলা ও তথ্যবিষয়ক প্রতিনিধি দলের তিন সদস্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি নিয়ে ট্রাইব্যুনালে আসেন।

২০০৮ সাল থেকে গত বছরের ৫ আগস্ট পর্যন্ত দুই হাজার ২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করেছে বিএনপি।সারা দেশের জেলা-উপজেলা, মহানগর ও ইউনিয়ন পর্যন্ত এসব ক্রসফায়ার ও হত্যা করা হয় বলে অভিযোগে উল্লেখ করেছে বিএনপি। এছাড়া ১৫৩ জনকে গুমের কথা বলা হয়েছে, যাদের মধ্যে অনেকে এখনও নিখোঁজ বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে মোহাম্মদ সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, ইলিয়াস আলিসহ ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিএনপি ও তার সহযোগী সংগঠনের ২ হাজার ২৭৬ জনকে ক্রসফায়ারে হত্যা ও ১৫৩ জনকে গুমের অভিযোগ দায়ের করেছে বিএনপি।

Share.
Leave A Reply

Exit mobile version